ব্ল্যাক আউট প্রতিবাদ।

নারীকথন | প্রকাশিত: ৬ অক্টোবর ২০২০ ১২:৪৮; আপডেট: ৭ অক্টোবর ২০২০ ০১:৩৬

হে ধর্ষিতা, তুমি জান, শরীর কোথায় শেষ হয়/কোথা থেকে শুরু হয় অদ্ভুত, দ্বিতীয় অপমান_যশোধরা রায় চৌধুরী।

ধর্ষণ একটি নারীর শরীর ছাপিয়ে সত্তার উপরে আক্রমণ, তাকে নিজের অধীনে রাখার জন্যে পুরুষতন্ত্রের একটি অন্যতম হাতিয়ার। এমন একটি হাতিয়ার যেটা আবার এই পুরুষ সমাজ ব্যবহার করছে তাদের রাগ, ক্ষোভ, স্বার্থ হাসিল বা যে কোন কিছুতে। তবে সব থেকে হাস্যকর বিষয় হলো, আমাদের দেশে এখনও ধর্ষণ-নারী নির্যাতনের কারণ হিসেবে নারীকেই দায়ী করার মনোবৃত্তি এখনও প্রবল।

“ভ্রুণ হয়ে খুন হয়ে যাও মেয়ে জরায়ু নামের ঘরে,জেনো রাখো আজ নারী জন্ম ধর্ষিতা হয়ে মরে”

যে দেশে পৌরুষ হল নারীর উপরে সম্পত্তির মত অবাধে অধিকার জারি করা, যেখানে প্রতি পদে নারীরা ঘরে-বাইরে হাজার অলিখিত বাধার সম্মুখীন, সেই দেশের নারীদের সুরক্ষা প্রদানের দাবি—অনেকটাই যেন বেমানান!

তবুও সব হারিয়েও আমরা বোধয় কিছুটা আশা রাখি। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের মেয়েরা ডাক দিয়েছে এক অভিনব প্রতিবাদ। তা হল ফেসবুকে প্রোফাইল পিকচার একটা নির্দিষ্ট সময় কালো করে রাখা। যেখানে বিষয়টি এভাবে প্রতিফলিত হচ্ছে যে “তোমাকে সকলে খুঁজুক, সম্মান দিয়ে বের করে আনুক তোমাকে”

এই প্রতিবাদের সমার্থক হিসেবে একটা নাম হয়তো আমরা দিতে পারি – ব্লাক আউট
এর আগে এই বিষয় নিয়ে হৈচৈ ফেলেছিল ব্লাক লাইফ ম্যাটারস ইস্যুটি নিয়ে।

নিরবতা নয় কোনো না কোনো ভাবে প্রতিবাদ জারি থাকুক। এই সময় খালি আমরা চলতে থাকি।
সেই চলতি পথে এবং এই উদ্যোগটির পাশে নারীকথন পরিবার এর পক্ষ থেকে থাকলো শুভ কামনা।



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


এই বিভাগের জনপ্রিয় খবর
Top