"ওমা ভাবি!!!!! আমার বাচ্চা তো......"
রুবাইয়া বিনতে রাজ্জাক, ফাউন্ডার, হ্যাপি প্যারেন্টিং। | প্রকাশিত: ১১ নভেম্বর ২০২০ ১৩:০৫; আপডেট: ১১ নভেম্বর ২০২০ ১৩:০৭

"ওমা ভাবি!!!!! আমার বাচ্চা তো নয় মাসেই হাটা শিখেছে,আপনার বাচ্চা তো দেখি এখনো পা ই ফেলেনা!" "ওমা ভাবি!!! আমার বাচ্চা তো আট মাসেই একটা পুরো আপেল খেতে পারতো, আপনারটা এখনো খায়না?" "ওমা ভাবি!! এখনি কেনো সুজি! সুজি দিলে ওট পেট খারাপ করবে। এখন বাচ্চার পেটে সইলে কি! পরে ঠিকই সমস্যা হবে, দেখবেন!" "ওমা ভাবি!!! বাচ্চা এখনো ন্যাপিতে পটি করে? আমার বাচ্চা তো সেই কবে থেকেই পটি ট্রেইনড।" এমন "ওমা ভাবি" বলা ভাবিরা আশেপাশে প্রচুর। নিজেদের প্যারেন্টিং স্কিলকে স্ট্যান্ডার্ড ধরে আশেপাশের প্যারেন্টস দের হেয় করার যে প্রবনতা তাকেই প্যারানয়েড প্যারেন্টিং বলে।
এটি বুঝতে হবে যে প্রতিটি বাচ্চাই আলাদা। তাদের বাহ্যিক গঠন যেমন আলাদা অভ্যন্তরীন সিস্টেম গুলোই কিন্তু আলাদা, বিশেষ করে ডায়জেস্টিভ সিস্টেম। আমার বাচ্চার আপেল সুট করেনা বলে পৃথিবীর অন্য কোন বাচ্চার সুট করবেনা এমন টা ভাবার কারন নেই, আমার বাচ্চা রোজ ১ টা করে ডিম খায় বলে পৃথিবীর সব বাচ্চার রোজ ১ টা ডিম সুট করবে সেটাও না।আমার বাচ্চাকে ১৮১ তম দিন থেকে সলিড দেয়া শুরু করেছি, এটাই জেনারেল প্রাকটিস। তবে কেউ যদি বাধ্য হয়ে ১৭০ তম দিনে বা ১৯১ তম দিনে শুরু করে সেখানে একদম হুলুস্থুল বেধে যাবে এমনো না। আমাদের চারপাশের এমন "ওমা ভাবি!" বলা পাবলিকরা নতুন বাবা মা'য়ের মধ্যে চূড়ান্ত লেভেলের মানসিক অস্থিরতা তৈরি করে, যেটা মোটেও সঠিক নয়।
প্যারেন্টিং এর ক্ষেত্রে আমাদের উচিত বেসিক স্কিল প্রাকটিস করবার চেষ্টা করা। প্যারেন্টিং কে সহজ ভাবে হ্যান্ডেল করুন, এটা খুব জটিল কোন বিষয় নয়। তবে যাদের ইনফ্লুয়েন্সে বিষয়টি জটিল হয়ে ওঠে পারলে তাদেরকে এভয়েড করুন। তাদের মূল্যবান উপদেশ এ কান দিয়ে ঢুকিয়ে ওকান দিয়ে বের করে দিন, দেখবেন প্যারেন্টিং আপনার কাছে সহজ হয়ে যাবে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: